Recommend

Friday, September 20, 2024

Natural Laws

 মহাজগতে মৌলিক পদার্থ মাত্র ১১৯ টি। এই ১১৯টি মৌলিক পদার্থ থেকে বিলিয়ন ট্রিলিয়ন যৌগিক পদার্থ তৈরি হয়েছে এবং আরো হচ্ছে। সব অণু পরমাণুর জন্য নিশ্চিতই আইন বা ধর্ম আছে যার কারনেই ওগুলো নিজস্ব কক্ষে নিপুনভাবে পরিচালিত হয়। ঈশ্বর বিশ্বাসীরা এটাকে বলে Laws of God. আর অবিশ্বাসীরা বলে Laws of nature. 


বায়ু সাগর থেকে মানুষ অটো অক্সিজেন টেনে নিয়ে কালের পর কাল টিকে আছে। কিন্তু পানিতে অক্সিজেন থাকা সত্বেও মানুষ পারেনা ওখানে টিকতে। মাছের বেলায় আবার উল্টো। অণু-পরমাণুর জন্য যে আইন-বিধান আছে, তার স্পিরিটের সাথে কি প্রকৃতির স্বভাব-ধর্ম-আইনের কোন বিরোধ আছে?

No comments: