Recommend

Wednesday, September 18, 2024

জোকস্টারের কৌতুকঃ ১

 

 জোকস্টারের কৌতুকঃ ১

মনু মিয়া বাজার নিয়ে হনহন করে যাচ্ছিল। পথিমধ্যে শত্রুভাবাপন্ন বন্ধু কালা মিয়ার সাথে দেখা! কালা মিয়া মনু মিয়াকে দেখে ধড়ফড়িয়ে বললোঃ হায় হায় মনুরে, তোর ব্যাগ থেকে সব কই মাছ লাফায়া লাফায়া চলে যাইতেছেরে হাঁদারাম! পিছনে তাকায়া দেখ্, কত্তগুলা রাস্তায় লাফাইতেছে!

মনু মিয়া থমকে গিয়ে রাগত স্বরে বললোঃ ওরে কালা, আমি কিনছি বাজারের সেরা জ্যান্ত কই মাছ! ব্যাগের ভিত্রে রাখছিও কই মাছ! তো সেই ব্যাগ থেকে কই মাছ লাফায়া বাইর হইবো নাতো ব্যাঙ বাইর হইবো? রামছাগল কোনখানকার! আমার কই মাছ কি মরা নাকি যে, ব্যাগের ভিতর মরণ ঘুম দিবো!


No comments: