Sunday, November 10, 2013


পথহারা 



=> আমরা কোথায় যাচ্ছি ?
<= যেখানে আমাদের যাওয়া উচিত, সেখানেই যাচ্ছি।

=> কোথায় আমাদের যাওয়া উচিত?
<= যেখানে আমরা যেতে চাই, সেখানেই যাওয়া উচিত।

=> আমরা কোথায় যেতে চাই?
<= যেখানে যাওয়া ছাড়া আমাদের গতি নেই, সেখানেই যেতে চাই।

=> কোথায় যাওয়া ছাড়া আমাদের গতি নেই?
<= যেখানে আমরা যাচ্ছি, সেখানে যাওয়া ছাড়া আমাদের গতি নেই।

No comments: